المطففين (Al-Mutaffifin)

প্রতারণা করা • 36 Verses

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

In the name of Allah, the Most Gracious, the Most Merciful

Verse 1

وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ

Translation:

যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ

Verse 2

ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ

Translation:

যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়

Verse 3

وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ

Translation:

এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।

Verse 4

أَلَا يَظُنُّ أُوْلَـٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ

Translation:

তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।

Verse 5

لِيَوۡمٍ عَظِيمٖ

Translation:

সেই মহাদিবসে

Verse 6

يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

Translation:

যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।

Verse 7

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ

Translation:

এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।

Verse 8

وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ

Translation:

আপনি জানেন, সিজ্জীন কি

Verse 9

كِتَٰبٞ مَّرۡقُومٞ

Translation:

এটা লিপিবদ্ধ খাতা।

Verse 10

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ

Translation:

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের

Verse 11

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ

Translation:

যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।

Verse 12

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ

Translation:

প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।

Verse 13

إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

Translation:

তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।

Verse 14

كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

Translation:

কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।

Verse 15

كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ

Translation:

কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।

Verse 16

ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ

Translation:

অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।

Verse 17

ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

Translation:

এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

Verse 18

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ

Translation:

কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।

Verse 19

وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ

Translation:

আপনি জানেন ইল্লিয়্যীন কি

Verse 20

كِتَٰبٞ مَّرۡقُومٞ

Translation:

এটা লিপিবদ্ধ খাতা।

Verse 21

يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ

Translation:

আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।

Verse 22

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ

Translation:

নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে

Verse 23

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ

Translation:

সিংহাসনে বসে অবলোকন করবে।

Verse 24

تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ

Translation:

আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।

Verse 25

يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ

Translation:

তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

Verse 26

خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ

Translation:

তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।

Verse 27

وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ

Translation:

তার মিশ্রণ হবে তসনীমের পানি।

Verse 28

عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ

Translation:

এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।

Verse 29

إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ

Translation:

যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।

Verse 30

وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ

Translation:

এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।

Verse 31

وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ

Translation:

তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।

Verse 32

وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ

Translation:

আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।

Verse 33

وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ

Translation:

অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।

Verse 34

فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ

Translation:

আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।

Verse 35

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ

Translation:

সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে

Verse 36

هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ

Translation:

কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো

Quran-Hadith

Quran-Hadith

Islamic Knowledge Platform

© 2024 Mohammad Ismail Emon. All rights reserved.Made with for the Ummah