التكاثر (At-Takathur)
প্রাচুর্যের প্রতিযোগিতা • 8 Verses
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
Translation:
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ
Translation:
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Translation:
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
Translation:
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ
Translation:
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ
Translation:
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ
Translation:
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
Translation:
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।